উহুদ পাহাড়

ভৌগলিক এবং ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে উহুদ পর্বতটি আরব উপদ্বীপের অন্যতম বিখ্যাত পর্বত। এটি সৌদি আরবের পবিত্র মদিনা শহরের উত্তরে অবস্থিত। যার উচ্চতা ১০৭৭ মিটার এবং এই পর্বতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আগ্নেয় শিলা দ্বারা তৈরি।

হিজরী ২য় সনে মুসলিম ও কাফেরদের মধ্যে উহুদের যুদ্ধ সংঘটিত  হয়েছিল। এটি নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি নিবিড় ভালবাসার কারণে মদীনাবাসী প্রায়শই ঘুরে দেখেন।

আবদুল আযীয ইবনু আবদুল্লাহ (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বার যুদ্ধে গিয়েছিলাম আর আমি তাঁর খেদমত করছিলাম। যখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরলেন এবং উহুদ পাহাড় তাঁর দৃষ্টিগোচর হল, তিনি বললেন, ❝ এই পাহাড় আমাদের ভালবাসে এবং আমরাও তাকে ভালবাসি।❞   তারপর তিনি হাত দ্বারা মদিনার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া আল্লাহ! ইবরাহীম (আলাইহিস সালাম) যেমন মক্কাকে হারাম (সম্মানিত স্থান) বানিয়েছিলেন, তেমনি আমিও এ দুই কঙ্করময় ময়দানের মধ্যবর্তী স্থান(মদিনা)-কে হারাম ঘোষণা করছি। ইয়া আল্লাহ! আপনি আমাদের সা’ ও মুদে বরকত দান করুন।❞  [সহীহ বুখারী। ইসলামিক ফাউন্ডেশনঃ ২৬৯১]

ছবিঃ আর্থটিম এর ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া। কপিরাইট সংক্রান্ত টোকাসহ সংযুক্তি করা হয়েছে। আল্লাহ @erth.team এর সবাইকে উত্তম জাযা দান করুন।

Leave a Reply

twelve + 4 =