ইহরামের কাপড় কেমন হওয়া উচিত?

ইহরামের পোষাক মূলত দু’প্রস্ত সেলাইবিহীন সাদা কাপড়; এর এক প্রস্ত লুঙ্গির মত পরতে হয় এবং অপরটি চাদরের ন্যায় গায়ে জড়িয়ে নিতে হয়। কাপড়গুলো সাদা ও নতুন হওয়া উত্তম।

হজ্জ বা উমরাহকারীদের জন্য সেলাইবিহীন দু’প্রস্ত কাপড় পরে ইহরামে প্রবেশ করা সুন্নাহ। 

কি কি কাপড় পরা যাবে না

আবদুল্লাহ ইবনু ‘উমর رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যাক্তি দাঁড়িয়ে বললেনঃ
❝ হে আল্লাহর রাসুল! ইহরাম অবস্থায় আপনি আমাদেরকে কী ধরনের কাপড় পরতে আদেশ করেনঃ রাসুলুল্লাহ صلى الله عليه وسلم বললেনঃ জামা, পায়জামা, পাগড়ী , টুপি ও মোজা পরিধান করবে না। তবে কারো যদি স্যান্ডেল না থাকে তা হলে সে যেন মোজা পরিধান করে তাঁর গিরার নিচের অংশটুকু কেটে নেয়। ❞  [সহীহ বুখারী (১৫৪৩), মুসলিম (১১৭৭)]

মুহরিম মহিলাগন মুখে নেকাব এবং হাতে হাত মোজা লাগাবে না।

কি পরে ইহরাম অবস্থায় প্রবেশ করতে হবে

আবদুল্লাহ ইবনু ‘’উমার رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যাক্তি দাঁড়িয়ে বললেনঃ
❝হে আল্লাহর রাসুল! ইহরাম অবস্থায় আপনি আমাদেরকে কী ধরনের কাপড় পরতে নিষেধ করেনঃ রাসুলুল্লাহ  صلى الله عليه وسلم বললেনঃ জামা, পায়জামা, পাগড়ী, টুপি ও জাফরান এবং ওয়ারস লাগানো কোন কাপড় পরিধান করবে না। তোমরা প্রত্যেকে ইজার ও রিদা পরিহিত অবস্থায় ইহরামে প্রবেশ করবে …❞  [আল মুসনাদ (৮/৫০০)]

দু প্রস্থ ইহরামের কাপড় যা রিদা ও ইজার নামে পরিচিতঃ 

রিদা – শরীরের উপরের অংশে যা চাদরের ন্যায় জড়িয়ে পরতে হয়
ইজার -নীচের পরিধেয় যা লুঙ্গির ন্যায় পরতে হয়

ইহরামের কাপড় সাদা নাকি অন্য যেকোন রংয়ের

এটা বাধ্যতামুলক নয় যে ইহরামের কাপড় সাদা রংয়েরই হতে হবে কিন্তু সেটা যদি সাদা হয়ে তবে সেটাই উত্তম। আর এটাই মুসলিমদের এতিহ্য।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া رحمه الله বলেছেনঃ

❝দুটি পরিচ্ছন্ন পোশাক পরে ইহরাম অবস্থায় প্রবেশ করা মোস্তাহাব এবং যদি সেগুলি সাদা হয় তবে তা আরও ভাল…❞ 

ইহরামের কাপড় সাদা হওয়াটাই উত্তম কারন নাবী মুহাম্মদ صلى الله عليه وسلم বলেছেনঃ

ইবনু ‘আব্বাস رضي الله عنه থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেনঃ ❝তোমাদের কাপড়সমূহের মধ্যে সাদা কাপড়ই অধিক উত্তম। অতএব তোমরা তোমাদের মৃতদের সাদা কাপড়ে কাফন দাও এবং তোমরাও সাদাকাপড় পরিধান করো।❞  [তিরমিযী ৯৯৪, আবূ দাউদ ৪০৬১, আহমাদ ২২২০, ২৪৭৫, ৩০২৭, ৩৩৩২, ৩৪১৬ মিশকাত ১৬৩৮, মুখতাসার শামায়িল ৫৪। তাহকীক আলবানীঃ সহীহ]

ইহরামের কাপড় পরিষ্কার থাকা জরুরী

ইবনে কুদামাহ রাদিয়াল্লাহু আনহু رحمه الله বলেছেনঃ

❝ইহরামের কাপড় পরিষ্কার হওয়া বা নতুন বা নতুনভাবে ধুয়ে ফেলা মুস্তাহাব, যেমনটা জুমুআ সলাতের জন্য পরিষ্কার কাপড় পড়া মুস্তাহাব।❞