ধূলিমলিন উপহার রামাদান (Gems of Ramadan)
প্রচন্ড উত্তাপ শেষে এক পশলা ঝুম বৃষ্টি, আজিব এক মাটির সোঁদা গন্ধ, ঝিরিঝিরি শীতল বাতাস, পরিবেশটাই এমন হয়ে যায় জা হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয় । এই শীতল বাতাস আর প্রশান্তিময় পরিবেশের স্থায়িত্ব হয় খুব অল্প কিছু সময়ের জন্য। আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ صلى الله عليه وسلم রামাদানকেও এরকম এক মৃদুমন্দ শীতল বাতাসের সাথে তুলনা করেছেন । যার শীতলতা আমাদের হৃদয়ের সমস্ত দুঃখ বেদনা দূর করে দেয়, যে এই বাতাস গায়ে মাখে সে আর কখনো দুঃখী হবে না । সুতরাং রামাদানের মৃদু বাতাসে নিজেকে মুক্ত করেন , নিজেকে রোমাঞ্চিত করে নিন তার পরশে, নিজের বাহুগুলোকে মেলে ধরুন ঐ মুক্ত বাতাসে ।
রামাদানে আপনার লক্ষ্য হবে আল্লাহর সিংহাসন যেন জান্নাতে আপনার ছাদ হয়, আল্লাহ যেন আপনাকে তার আরশ মহলে সম্মানিত করেন । প্রিয় নবীজির صلى الله عليه وسلم সাথে, সাহাবীদের সাথে, রাহমানের বান্দাদের সাথে আল্লাহ যেন আপ্নাকেও জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে নেন ।
There are no reviews yet.