ইহরাম কাপড় (Ihram Cloth)
হজ্জ বা উমরাহ এর সময়ে, ইহরাম অবস্থায় প্রবেশের আগে ২ টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরা অত্যাবশক।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া رحمه الله বলেছেনঃ
❝দুটি পরিচ্ছন্ন পোশাক পরে ইহরাম অবস্থায় প্রবেশ করা মোস্তাহাব এবং যদি সেগুলি সাদা হয় তবে তা আরও ভাল…❞
ইবনে কুদামাহ রাদিয়াল্লাহু আনহু رحمه الله বলেছেনঃ
❝ইহরামের কাপড় পরিষ্কার হওয়া বা নতুন বা নতুনভাবে ধুয়ে ফেলা মুস্তাহাব, যেমনটা জুমুআ সলাতের জন্য পরিষ্কার কাপড় পড়া মুস্তাহাব।❞
আরো পড়ুনঃ ইহরামের কাপড় কেমন হওয়া উচিত?
পরামর্শঃ যদিও কাপড় ফ্যাক্টরি থেকে ভালোভাবে পরিষ্কার ও ইস্ত্রি হয়ে আসে, তারপরও মানসিক প্রশান্তির জন্য ব্যবহারে আগে ধুয়ে, শুকিয়ে ইস্ত্রি করে নেওয়াটাই উত্তম।
টোকাঃ ছবিতে প্রদর্শিত ইহরাম কাপড় নমুনা হিসাবে থেকে দেখানো হয়েছে। আসল ইহরাম কাপড় এর রং এবং নকশাতে কিছুটা তারতম্য হতে পারে।
There are no reviews yet.