টুপি (Cap)
ছেলেদের মাথা ঢেকে রাখা কি সুন্নাহ, নাকি সুন্নাহ না? সলাতের সময় মাথা ঢেকে রাখা কি বাধ্যতামূলক? মাথা না ঢাকলে কি সলাত হবে না? উত্তর যাই হোক না কেন, এটা প্রমানিত যে রাসুলাল্লাহ صلى الله عليه وسلم সলাতের সময় সর্বদা মাথা ঢেকে রাখতেন। আল্লাহ تعالى পবিত্র কুর’আন মাজীদে ইরশাদ করেনঃ
❝তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও❞ (৭:৩১)
আর টুপি দিয়ে মাথা ঢেকে রাখা সাজ সজ্জার অংশ নাকি অংশ না, সে বিষয়ে মতভেদ থাকলেও, টুপি যে মুসলিমদের পরিচয় তৈরি করে এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
টোকাঃ ছবিতে প্রদর্শিত টুপি নমুনা হিসাবে থেকে দেখানো হয়েছে। আসল টুপির রং এবং নকশাতে কিছুটা তারতম্য হতে পারে।
There are no reviews yet.